১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

অভিবাসী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

“মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী।

সভায় বক্তারা বলেন, অদক্ষতার কারণে বহু শ্রমিক বিদেশের মাটিতে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তাই স্বাবলম্বী হতে বিদেশ যাওয়ার আগে অবশ্যই কাজের দক্ষতা অর্জন করতে হবে।

পরে অভিবাসী দিবস নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com