১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

ঢাকা ও সিরাজগঞ্জের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ও বিএনপিসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের ডাকা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে কর্মসূচী উপলক্ষে বিভিন্ন পাড়া মহল্লা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কলেজ পাড়া এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি শেখ মোঃ হাফিজ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী, সিনিয়র সহসভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, অথৈই মোল্লা, মোল্লা সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক সমির চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সাবেক আহ্বায় সাঈদ হাসান সানি প্রমূখ।

বক্তারা, ঢাকা ও সিরাজগঞ্জের নির্বাচনে ভোট কারচুপি এবং ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় অহেতুক বিএনপি নেতাকর্মীদের নাম জড়ানোয় ও কর্মসূচী পালনে পুলিশি বাঁধার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com