১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

আখাউড়ায় কোয়ারেন্টাইন না মানায় দুই প্রবাসীকে জরিমানা

 

আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করায়, প্রবাস ফেরত দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরশহরের দূর্গাপর এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র বাহরাইন ফেরত রাসেল মিয়া (৩৪) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের ইটালী ফেরত নোমান খন্দকার (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ১ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ১৮৭৯ জন প্রবাসী আখাউড়ায় ফিরেছেন। এর মধ্যে ৫জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

কিন্তু দন্ডপ্রাপ্তরা হোম কোয়ারেন্টাইনে নিয়ম না মেনে পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা ও ঘরের বাইরে ঘুরাফেরা করছেন।

তিনি আরো জানান, দূর্গাপুর এলাকার প্রবাস ফেরত ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করে তাদেরকে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com