১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

আন্তর্জাতিক নারী দিবসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজন

মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এতে পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সভায় বক্তারা বলেন, বর্তমানে সময়ে নারীদের অধিকার আগের তুলনায় অনেক বেশী সুরক্ষিত। নারীরাও বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্ব গৌরবের সাথে তুলে ধরছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com