মোঃরাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:
ভারতের সুপ্রিমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের অবৈধ রায় বাতিলের দাবীতে দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুম’আ ব্রাক্ষণবাড়ীয়া জেলা হেফাজতে ইসলাম এর উদ্দ্যেগে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রোড হতে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা প্রচার সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আল মতিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী প্রচার সম্পাদক মুফতী জাকারিয়া খান এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুগ্ম সম্পাদক মুফতী আব্দুর রহিম কাশেমী।
বক্তব্য রাখেন জেলা সহকারী প্রচার সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূইয়া, হাজী ইয়াকুব আমিনী,মাওলানা মাসউদুর রহমান খান, কাজী জাকির হুসাইন, হাফেজ আমিনুল ইসলাম শাহীন মোল্লা, মাওলানা মাসউদ মোল্লা, মাওলানা আবু বকর, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ইউসুফ প্রমুখ।
উক্ত সমাবেশ বক্তাগণ বলেন,ভারতের সুপ্রিমকোর্ট বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের যে অবৈধ রায় দিয়েছে তা ভারত থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রের অংশ।
উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত সরকার মুসলিম বিতারণের মহা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে একের পর এক কর্মসূচী হাতে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠের খেলায় মেতে উঠেছে।
বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করে বলেন ভারত সরকার যদি তাদের ইসলাম ও মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বিশ্বের মুসলমানরা তাদের অস্তিত্ব রক্ষায় যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।