১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

পুনিয়াউট বালির মাঠ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে দিকে জেলা শহরের পুনিয়াউট আনসার ক্যাম্পের পাশে একটি বালির মাঠ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, স্থানীয়রা মাঠে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এখবর পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হলে বালির মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে গতকাল সোমবার জন্ম হওয়ার পর রাতে তাকে ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে একটি কাপড় দিয়ে মুড়িয়ে বালির মাঠে ফেলে রাখা হয়। কন কনে শীতে নবজাতকের শিশুটি কুয়াশা ভেজা ছিল। শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন জানান, শিশুটি হাসপাতালের শিশু বিভাগে আছে। বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানাবেন শারীরিক অবস্থা কেমন আছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com