১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

হিংসা পতনের মূল, কবি মুুহাম্মদ আলী আশরাফ

এনবি ডেস্ক

হিংসা করা নয় রে ভালো
জ্ঞানী,গুণী বলে,
হিংসা করে কেবল তারা
যারা মূর্খের দলে।

হিংসা করে হয় না বড়
কেউ কোনদিন ভবে,
হিংসা করলে তাদের জানি
ঘৃণা করে সবে।

হিংসা হলো পতনের মূল
করবে ভবে যারা,
আল্লাহ্পাকের দয়ার নজর
পাবে না কেউ তারা।

হিংসা করে পরের উপর
ঢিলটা যদি ছোঁড়ে,
শাস্তি পাবে মরার পরে
অন্ধকার ওই গোরে।

দুনিয়াতেও মান পাবে না
হিংসা করার জন্য,
হিংসা দেমাক ছাড়তে হবে
তবেই হবে ধন্য।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com