১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজ এমপিভুক্ত করার দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই ইউনিয়নের নরসিংসার এলাকায় আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজ’টি এমপি ভুক্ত করার দাবীতে মানববন্ধবন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, গর্ভানিং বডির সদস্য মোঃ আব্দুল মান্নান, প্রভাষক রুবি বেগম সহ অনন্যারা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫বছর ধরে কলেজকে এমপি ভুক্ত করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে শিক্ষার্থীদের পড়াশুনার মানসহ সার্বিক কর্মকান্ড বাধাঁ গ্রস্ত হচ্ছে। এছাড়া যারা এখানে শিক্ষকতা করছি আমরা অনেকটায় মানবতা জীবন যাপন করছি।

বক্তারা দ্রুত কলেজটি এমপি ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবী জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com