১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ইয়াবা ও স্কাফসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

এনবি নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খাটিংগা তিন রাস্তার মোড় এলাকা থেকে ১২০০ পিস ইয়াবা ও ৪৮ বোতল স্কাফসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প মোঃ মুন্না (২০), পিতা- মোঃ আসাদ মিয়া, মোঃ সাগর মিয়া (২৪), পিতা-মৃত মতু মিয়া, উভয় সাং-চন্ডিবের (মধ্যপাড়া), থানা ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়কে আটক করেন।

গেফতারকৃত আসামীদের নিকট হতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ৬,১০০/-টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫,৫৮,১০০ টাকা। ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com