৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  মঙ্গলবার প্রসূতি নারীদের নিয়ে ডেলিভারি ও স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, সাংবাদিক সুজিত চক্রবর্তী, আকতার হোসেন ভুইয়া, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শাখাওয়াত হোসেন।

মা সমাবেশে নারীদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর জন্ম ও পুষ্টি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এতে প্রায় দুই শতাধিক প্রসূতি মা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com