১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

গাজাঁ সেবনের দায়ে দুই যুবকের কারাদন্ড

নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গাজাঁ সেবনের দায়ে চান মিয়া ও সুমন মিয়া নামে দুই যুবককে ৪ মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী তাদেরকে দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত চান মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাইলগাছ গ্রামের আবদুর রহমানের ছেলে ও সুমন মিয়া নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মরহুম পরশ মিয়ার ছেলে।

এর আগে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজার থেকে গাজাঁ সেবনকালে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তারা ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে আদালত তাদের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com