১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় তামিম-(৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারায়নপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম নারায়ণপুর গ্রামের মধ্যপাড়ার শাহীন মিয়ার ছেলে ও নারায়ণপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে দিকে তামিম স্কুলের সামনের একটি দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে অটোরিকশা তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com