১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে ৫১ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া ‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০১৮ সালের ৫১ কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাসিরনগর শিশু কানন চত্বরে এসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হকের সভাপতিত্বে সফিকুল ইসলাম ইউনুসের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী।

বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান ও জাহিদ পাঠান প্রমূখ। অনুষ্ঠানে ট্যালেন্টপুল,সাধারণ ও বিশেষ গ্রেডে ৫১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com