এনবি ডেস্ক:
আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে“নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজ্জামান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল ও প্রধান শিক্ষক আবদুর রহিম।
পরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সামনে ভ’ূমিকম্প মোকাবেলাসহ দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা ।