১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

জগত বাজার থেকে ২৯মন পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ মন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে শহরের জগৎ বাজারের মুজিব এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ পলিথিন রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত মুজিব এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অন্তত ১২টি প্লাষ্টিকের বস্তায় রাখা মোট ২৯ মন পলিথিন জব্দ করে।

এ সময় অবৈধ পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ মোতাবেক প্রতিষ্ঠানের মালিক সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com