১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

আগামী মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে

স্টাফ রিপোর্টার:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আগামী মার্চের মধ্যে রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

১দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ফেরার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে ভারত আমাদের আশ্বাস দিয়েছেন।

এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় মোট ৪টি সেক্টর ছিলো। আমি ত্রিপুরার পদ্না ক্যাম্পের ডেপুটি চীফ ছিলাম।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সাথে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা যান মন্ত্রী।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com