১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

মোনাজাত

মুুহাম্মদ আলী আশরাফ

শিশুকালটা পার হলো সাঁই
খেলে নানান খেলা,
যৌবনকালে রাজারহালে
ফুরিয়ে গেলো বেলা।

সৃষ্টির সেরা মানুষ হয়েও
করছি বাজে কর্ম,
করলাম না হায় এ দুই কালে
পূৃর্ণ পালন ধর্ম।

বৃদ্ধকালে এসে এখন
ভুল-ই করলাম বুঝি,
কেমন করে মাফ পাওয়া যায়
সে পথ এখন খুৃঁজি।

খোঁজার পরে মনে ধরে
আজ মোনাজাত করি,
কেঁদে-কেঁদে মোনাজাতে
কুদরতি পায়ে ধরি।

মাফ করে দাও মহান মালিক
তুমি দয়া করে,
শান্তি যেনো মিলে আমার
মরে যাবার পরে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com