Advertisement

সার্ভেয়ার মাহবুবের অপকর্ম ধামাচাপা দিতেই সাংবাদিকের বাড়ীতে গিয়ে হুমকি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৬৯।

এনবি ডেক্সঃ

সাংবাদিক ইফতেয়ার রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন। যাহার নং ১০৬৯ জিডি সূত্রে জানা যায়, জাতীয় ও পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলার চোখ’ এর জেলা প্রতিনিধি সাংবাদিক ইফতেয়ার রিফাত।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাস্টার রোলে চাকুরীরিত সহকারী সার্ভেয়ার মাহাবুবুর রহমান এর নানান অপকর্ম দুর্ণীতির বিষয়ে প্রতিবেদন তৈরীর উদ্দেশ্যে বিভিন্ন সোর্স থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে  থাকেন। এই সময়ে মাহাবুব তার অপকর্মের বিষয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে জানতে পেরে রিপোর্ট বন্ধ করতে সাংবাদিক ইফতেয়ার রিফাতের বাড়িতে উপস্থিত হয়ে তাকে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনপূর্বক দেখে নেয়ার হুমকি দেয়।

এ বিষয়ে মুঠোফোনে মাহাবুব বলেন, আমি পৌর সভার ফুল সার্ভেয়ার। যিনি দায়িত্বে আছেন (মাকসুদ) তিনি নতুন আসছেন, তার পৌরসভা এরিয়া চিনতেই ৫ বছর লাগবে। অফিস আদেশে আমি সার্ভেয়ারের দায়িত্ব পালন করতেছি। হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আর কিছুদিন পরে আমি চাকুরী ছাইড়া সাংবাদিক অইয়া হের সাথে দরবারটা করতে হইবো। তার বাড়িতে থেকে খেয়ে মানুষ হয়েছে এমন কয়েকজন সাংবাদিকের নাম স্পষ্ট উচ্চারণ করে আরো বলেন, রিফাত আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। তার নামে আমি চাঁদাবাজির মামলা দিমু। আমি চাকুরী করি আর না করি হেরে দেইক্খা দিমু।

কিছু সময় পরে মাহাবুব প্রতিবেদকের মুঠোফোনে কল দিয়ে বলেন, আমি কয়েকজন সাংবাদিককে আপনার নাম বলেছি। তারা কেউতো আপনাকে চিনেনা। রিফাতের বিরুদ্ধে আনিত এক লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়টির প্রসঙ্গে সত্যতা জানতে আবারো মাহবুবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি চেইত্তা (রেগে) এই এক লক্ষ টাকা রিফাত চাঁদা দাবী করেছে বলে আপনাকে বলেছিলাম।

সাংবাদিক রিফাত বলেন, আমি আমার নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরী করেছি। মাহাবুব ভাই তার অপকর্ম ধামাচাপা দিতেই আমার বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়টি বলেছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, আমি দুইজনকেই চিনি। দুইজনের বাড়িইতো একই এলাকাতে। মাহাবুবের বিরুদ্ধে অানিত অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com