১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাড়ে ৪৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা

মোঃ রাসেলআহাম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে প্রায় সাড়ে ৪৮ কোটির টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র নায়ার কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দুররে শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাজেটে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি ৯৭ লক্ষ টাকা ও সমাপনী স্থিতি ১ কোটি ৩৪ লক্ষ টাকা ধরা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে পৌর মেয়র পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলণ করেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com