১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২রা এপ্রিল, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ মা-মেয়ে গ্রেপ্তার

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খলাপাড়া গ্রামের হোসেন মিয়ার স্ত্রী রহিমা বেগম-(৩৭) এবং কন্যা নিলা আক্তার-(২১)। এ ঘটনায় সদর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খলাপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com