১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় এক গরীব কৃষকের দুই কানি (৬০ শতাংশ) জমির পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।  সোমবার পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়ার দরিদ্র কৃষক অজিত সরকারের দুই কানি জমির ধান কেটে দিয়েছে তারা।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অজিত সরকারের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়ার কৃষক অজিত সরকারের জমির ধান পেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু শ্রমিকের অভাবে জমির ধান কাটাতে পারছিলেন না অজিত সরকার। বিষয়টি জানতে পেরে ধান কাটার উদ্যোগ নেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
সোমবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের প্রায় ৪০ জন নেতা-কর্মীকে সাথে নিয়ে ধান কাটা শুরু করেন রুবেল। বিকেল ৪টা পর্যন্ত ধান কেটে কৃষক অজিত সরকারের বাড়িতে ধান পৌঁছে দেন তারা।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। শ্রমিক সংকটের কারণে কৃষক অজিত সরকারের পাকা ধান নষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমরা তার জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com