১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নাসিরনগর সংবাদদাতা ॥ পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নাসিরনগর থানা প্রাঙ্গণে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মোঃ মুকবুল হোসেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভর্ট্রাচায,মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী ও হাকিম রেজা প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার বলেন,পুলিশ জনগনের শক্র নয়,বন্ধু।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। তাই সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সকলের আন্তরিকতা প্রয়োজন। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক,জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com