৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা

নাসিরনগর সংবাদদাতা ॥  নাসিরনগরে এক ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাহুল সরকার(১৬) উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের যুগেন্দ্র সরকারের ছেলে। আজ রবিবার সকালে বাঘি বাজারের পাশ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়,শনিবার রাতে বাঘি বাজারে নিজের কনফেকশনারী দোকান বন্ধ করে বাড়ি ফিরেনি। বাড়ি না যাওয়ায় পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে গভীর রাতে তার দোকানের পিছনে পানিবিহীন ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে। সকালে পরিবারের লোকজন নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com