১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে নিহত-১

এসবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সালাউদ্দিন মিয়া-(৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামে। আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে সরাইল উপজেলার বিশ্বরোড থেকে যাত্রীবাহি সিএনজিচালিত একটি অটোরিকসা অটোরিক্সা জেলা সদরের দিকে আসার সময় নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকসা যাত্রী সালাউদ্দিন মিয়া ঘটনাস্থলেই নিহত এবং অপর তিন যাত্রী আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত অটোরিকসা দুটো উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com