Advertisement

মেঘনা নদী পাড়ি দিয়ে সাঁতরে এলো ৫ মহিষ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫১৯।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী সাতঁরে এলো ৫টি বড় মহিষ। শুক্রবার রাতে মহিষগুলো সাঁতরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘনা নদী র্তীরবর্তী পরমানন্দপুর গ্রামে এসে উঠে। পানিতে মহিষ ভেসে আসার খবর শুনে গ্রামের শতশত মানুষ মহিষ দেখতে ভিড় করছে।

স্থাণীয় পরমানন্দপুর গ্রামের বাসিন্দা হান্নান ভুইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদী পাড়ি দিয়ে মহিষগুলো সাঁতরে এসে আমাদের গ্রামে এসে উঠে। শনিবার দুপুর পর্যন্ত মহিষগুলো মালিকের সন্ধান পাওয়া যায়নি। মহিষগুলো বর্তমানে পরমানন্দপুর পশ্চিম পাড়ার বশির মিয়া ও ইউপি সদস্য সুজন আহমেদের জিম্মায় আছে।

ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুজন আহমেদ বলেন, বিভিন্ন জায়গায় আমরা ফোনে যোগাযোগ করেছি। এখনও মালিক খোঁজে পাইনি। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত প্রমাণ পেলে মহিষগুলো মালিককে ফেরত দেওয়া হবে। ধারণা করা হচ্ছে মহিষগুলো পার্শ্ববর্তী মেঘনা নদী ঐ পাড় কিশোরগঞ্জ জেলার কোন চর এলাকা থেকে মেঘনা নদী সাঁতরে পথ ভুলে এখানে এসেছে।

এই ব্যাপারে সরাইল থানার উপপরিদর্শক(এসআই) বাবুল আহমেদ বলেন, পানিতে ভেসে আসা জীবিত মহিলাগুলো সম্পর্কে ওসি স্যার,ইউপি চেয়ারম্যানসহ আমরা অবগত আছি। বিভিন্ন থানায় মহিষের মালিকের সন্ধানে মেসেজ পাঠিনো হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com