স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার মোঃ সোহেল মিয়া-(২৬), একই এলাকার মোঃ জীবন মিয়া-(৩০) ও উপজেলার ইসলামাবাদ এলাকার মোঃ খোকন মিয়া-(২৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সোহেল মিয়ার নেতৃত্বে একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে সরাইল সরকারি কলেজের আশেপাশে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামাবাদ (গোগদ) এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে সংঘবদ্ধভাবে বিভিন্ন যানবাহন থামিয়ে অবৈধ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।