এনবি প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিতে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে মামা ও ভাগিনার লোকজনের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেরকান্দা গ্রামের ফজলু মিয়ার সাথে তাঁরই ভাগিনা নাজিম উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি ঈদ-উল ফিতরের পর স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ এবং ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন জানান, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় ও বৃষ্টির কারণে সংঘর্ষ বেশি সময় স্থায়ী হয় নি। তিনি বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।