স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ কেজি গাঁজা ও ২০১ বোতল ফেন্সিডিলসহ মোঃ শামীম ভূইয়া-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম ভূইয়া জেলার বিজয়নগর উপজেলার চাউড়া দৌলতবাড়ির শামু ভুইয়ার ছেলে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার সোপান ফিলিং স্টেশনের সমানে থেকে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩৬ কেজি গাঁজা
ও ২০১ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত শামীম ভূইয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।