সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেনের স্ত্রী শামীনা বেগম (২৬)। গত ১৭ এপ্রিল সে স্বামীসহ নারায়নগঞ্জে থেকে গ্রামের বাড়িতে আসে।
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শামীনা বেগমের জ্বর, সর্দি, কাশি হওয়ার পর ১৮ এপ্রিল সরাইল উপজেলা কমপ্লেক্সের ডাক্তাররা নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, শামিনার বাড়ীর সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষ্যব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা জানান, আমরা সিদ্ধান্ত নিয়ে ওই দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।