Advertisement

ফেসবুকের কল্যাণে ২বস্তা চাল ও বাজার সামগ্রী পেলো এক দুস্থ পরিবার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৩১।

সরাইল প্রতিনিধি:

ফেসবুকের কল্যাণে ২বস্তা চাল ও বাজার সামগ্রী পেলো এক দুস্থ পরিবার।
সম্প্রতি ‘ঘরে চাল নেই, পাঁচ সন্তান নিয়ে না খেয়ে আছে বিধবা সুগেরা খাতুন’ শিরোনামে এক দুস্থ পরিবারের অসহায়ত্বের সচিত্র তথ্য ফেসবুকে তুলে ধরেন স্থানীয় সাংবাদিক এম মনসুর আলী।

এতে অনুপ্রাণীত হয়ে দেশ–বিদেশ থেকে কয়েক জন পরোপকারী ব্যাক্তি টাকা পাঠান। এক সপ্তাহে মোট ৪১০০ টাকার ফান্ড হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার অরুয়াইলে বিধবা সুগেরা খাতুনের হাতে তুলে দেয় হয় ২বস্তা চাল এবং ডাল, লবণ, তৈল, পেঁয়াজ,মরিচ, হলুূদ ইত্যাদি বাজার সামগ্রী। এই সব পেয়ে খুশিতে কেঁদে পেলেন সুগেরা খাতুন। দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করেন দাতাদের জন্য।

এ সময় অবস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া (ভাটিয়াঞ্চল) সচেতন নাগরিক সমাজের সভাপতি মো.সানাউল্লাহ ভুইয়া,পল্লী চিকিৎসা মিজানুর রহমান, সংবাদকর্মী এম মনসুর আলী।

উল্লেখ্য, সুগেরা খাতুন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত আন্নর আলীর(৪৫) স্ত্রী।

গত ৭ মাস আগে ৫ নাবালক সন্তান রেখে দিনমজুর আন্নর আলী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৫ সন্তান নিয়ে দুঃখের সাগরে ভাসতে থাকেন অসুস্থ বিধবা সুগেরা খাতুন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com