স্টাফ রিপোর্টার, এনবি ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষকদের কাঝে চাঁদা দাবি করার সময় দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চাঁদা দাবি করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার খারাসার গ্রামের বদিউজ্জামানের ছেলে জাকির হোসেন-(৫০) ও একই উপজেলার বেড়তল¬া গ্রামের জয়ধর আলীর ছেলে হাবিবুর রহমান-(৪৮) শিক্ষকদের নিকট চাঁদা দাবি করে।
এ সময় তারা স্থানীয় একটি মসজিদ কমিটির কাছেও চাদা দাবি করে। তাদের আচরণে সন্দেহ হলে শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে।
এ সময় দুই ভুয়া সাংবাদিকগন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায় মসজিদ কমিটির সদস্য শেখ আশরাফুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেন