স্টাফ রির্পোটার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা ইলিশ মাছ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল এবং ১১ কেজি মা ইলিশ মাছ জব্দ করেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা উপজেলার পানিশ্বর, চুন্টা, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত এক লাখ মিটার কারেন্ট জাল এবং ১১ কেজি মা ইলিশ মাছ জব্দ করেন।
বিকেলে ভ্রাম্যমাণ আদালত পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে কারেন্ট জালে অগ্নিসংযোগ করে তা পুড়িয়ে দেন। আর মাছগুলো পাকশিমুল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা বলেন, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।