সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে অসহায় তিনটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক এম. মনসুর আলী। ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে অসহায় এই তিন পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরকারি বৃন্দাবন কলেজের প্রভাষক মোঃ মোসলেম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল প্রমুখ।
এ সময় ফ্রিল্যান্স সাংবাদিক এম. মনসুর আলী জানান, ২০১৭ সাল থেকে তিনি জেলার সরাইল ও নাসিরনগর উপজেলার হাওরাঞ্চলের অসহায় নারী-পুরুষ, প্রতিবন্ধী ও গরীব ছাত্রীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, ধান মাড়াই মেশিন, মাছ ধরার জাল-নৌকা, ছাগল প্রদান করে আসছেন। এ পর্যন্ত ৫৩ জন স্বাবলম্বী হয়েছে। তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে বন্ধু-বান্ধব ও স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি এই কাজ করে যাচ্ছেন।