স্টাফ রিপোর্টার,
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
আজ শনিবার বিজয়নগর উপজেলায় আলীনগর বিওপি’র আওতাধীন কাশিমপুর হতে ভারতীয় ইস্কফ ৭৯ বোতল ও বিষ্ণপুর বিওপি’র আওতাধীন মহেশপুর ভারতীয় গাঁজা- ১০ কেজি ও ভারতীয় ইস্কফ ৭৯ বোতল উদ্ধার করা হয়। এছাড়াও আখাউড়া উপজেলায় আজমপুর বিওপি’র আওতাধীন রাজাপুর নামক স্থান হতে ভারতীয় ইস্কফ-৭৯ বোতল এবং শ্যামনগর বিওপি’র আওতাধীন খালাজোড়া স্থান হতে ভারতীয় ফেন্সিডিল-৮৮ বোতল উদ্ধার করা হয়। পরিচালিত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য -১,৪৫,০০০/-।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান জানান, টহলরত বিজিবি সদস্যরা আখাউড়া, বিজয়নগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে এসব মাদক দ্রব্য মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়। তিনি আরোও জানান, মাদক নির্মূলে বিজিবি কর্তৃক আমাদের অভিযান অব্যহত থাকবে।