Advertisement

দুঃখের কষ্ট – আল- আমীন শাহীন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬১৮।

আল আমীন শাহীন

দুঃখকে আগলে রেখে
কিছু মানুষ দুঃখ পোষে
দুঃখ ছড়াবার ভয়ে,
কিছু মানুষ দুঃখ ছড়ায়
প্রতিহিংসার রোষে।

কিছু মানুষ কষ্ট পায়
অযথা বিনা দোষে
জেনে বুঝে দুঃখ বিলায় কেউ
সুখের দোলায় ভেসে।

কস্ট নামের দুঃখ এসে
বলে বিলাপ করে,
সুখ সবাই চায়
হায়রে নিয়তি
কেউ থাকে না মোর পাশে।

দুঃখকে আগলে রেখে
উঠি আমি হেসে,
কস্টকে আপন করে
ঠাঁই দেই ভালবেসে।

দুঃখ আমায় আপন ভেবে
বলে অবশেষে
দুঃখকে না পেলে সাথী
সুখ চিনবি তুই কিসে ?

আল-আমীন শাহীন

কবি ও সাংবাদিক

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com