ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ মনসুর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার দুপুর পৌনে তিনটায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
রবিবার বাদ মাগরিব শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থারে তার লাশ দাফন করার কথা রয়েছে।
এদিকে প্রবীণ শিক্ষক মোঃ মনসুর আলীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে তাঁর লাশ শহরের হালদারপাড়ার বাসায় নিয়ে আসলে শিক্ষক-শিক্ষার্থী ও শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার মরদেহ দেখতে বাসায় ছুটে আসে। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের বিদায়ে কান্নায় ভেঙ্গে পড়ে।