এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া (৯০) মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সাংবাদিকদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, মরহুম হুমায়ুন কবির ছিলেন একজন সৎ, আদর্শ ও দায়িত্বশীল চেয়ারম্যান এবং চেয়ারম্যান হিসেবে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
শোকবার্তায় আইনমন্ত্রী হুমায়ুন কবিরের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।