স্টাফ রির্পোটারঃ
]ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন থেকে ৬৩ টি ট্রেনের টিকেট সহ ২জন টিকেট কালবাজারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
গোপন সংবদের ভিত্তিতে খবর পায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে একটি অসাধু চক্র ট্রেনের টিকেট কালোবাজারী করে বিক্রয় করছে। র্যাবের নিরবিছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। কালোবাজারী চক্রটি টিকেট বিক্রি করা অবস্থায় ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃতে অভিযান চালানো হয়।
গতকাল মঙ্গলবার ২০.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে অভিযান পরিচালনা করে মোঃ বিল্লাল মিয়া (৪৫), পিতা- মৃতঃ লিলু মিয়া, মোঃ ইয়ামিন (২২), পিতা-মোঃ জমসেদ মিয়া, উভয় সাং-উত্তর মোড়াইল, থানা-সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন ট্রেনের ৬৩ টি টিকেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মূল্য ১১,৫৬৫/- টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।