Advertisement

ঈমান মহামূল্যবান সম্পদ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৬৪।
এনবি ডেস্ক:
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য যে সমস্থ বিশেষ নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম ও মহামূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে মর্যাদাবান ঐ ব্যক্তি যার মাঝে আল্লাহর একাত্মবাদ ও বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর প্রতি ঈমান বিদ্যমান।  ঈমান বিহীন ব্যক্তি দুনিয়াতে যতোই সম্মানের পাত্র হউক না কেন আল্লাহর কাছে তার কোন মূল্য নেই।
আমরা কতো ই না সৌভাগ্যবান যে, আল্লাহ তায়ালা তার বিশেষ অনুগ্রহ ও দয়ায় আমাদেরকে ঈমান নামক মহামূল্যবান সম্পদ  দান করেছেন।
আবু জাহেল বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর অতি নিকটাত্মীয় ছিলেন। নবী মোহাম্মদ ( সা:) কে দেখেছেন। রাসূল ( সা:) যে  আল্লাহ প্রদত্ত সর্বশেষ নবী তার কাছে বিভিন্ন প্রমাণাদি ও ছিল। এমনকি সে জানতো মোহাম্মদ ( সা:) আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন।  কিন্তু ঈমান আনা তার নসীব হয়ে উঠেনি।
একদা আবু জাহেল তার হাতের মুঠোয় কতগুলো পাথরের টুকরো নিয়ে বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর দরবারে উপস্থিত হয়ে বলতে লাগল,মোহাম্মদ!    আমার হাতের মুঠোয় কি আছে যদি বলতে পার তাহলে আমি মুসলমান হয়ে যাব।

নবীজি ( সা:) তার হাতের দিকে ইশারা করা মাত্রই  মুঠোর মধ্যে থাকা  পাথর গুলো কালেমা পড়তে লাগল।
 কথা অনুযায়ী আবু জাহেল মুসলমান হওয়ার কথা,কিন্তু ঈমান অত্যন্ত দামী বস্তু, যার ভাগ্যে ঈমান আনা নসীব নেই সেতো বদনসিব।
আবু জাহেল তখন বলে উঠলো মোহাম্মদ পাথরের কণার উপর ও যাদু করে ফেলছে( নাউজুবিল্লাহ)।
আল্লাহ তায়ালা আমাদের এই মহামূল্যবান সম্পদ ঈমানের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুণ, আমিন।
লেখক
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
শিক্ষক
জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়, কাজীপাড়া
ব্রাক্ষণবাড়ীয়া।
Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com