মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:
বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
পরে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কাবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।