স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ এক দশক পর পৌর এলাকার মধ্যপাড়ার পোয়া পুকুর নামে একটি পুকুর প্রাণ ফিরে পেয়েছে। জাতির জনকের শাহাদাৎ দিবস ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পৌর সভার সহায়তায় পৌর এলাকার মধ্যপাড়ার পরিত্যক্ত “পোয়া পুকুর” টি পরিষ্কারের মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামীলীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম.এ. মালেক চৌধুরী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান পারভেজ, পৌর কাউন্সিলর খবির উদ্দিন, আলী আহসান কাউছার, সংরক্ষিত কাউন্সিলর হালিমা মোরশেদ, পৌরসভার সচিব মোঃ শামছুদ্দিনসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার যৌথভাবে পুকুরটি পরিষ্কারের মধ্য দিয়ে মাসব্যাপী শোক দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির বলেন, মামলাজনিত কারনে গত ১০ বছর ধরে পুকুরটি ব্যবহার অনুপযোগী হয়ে আছে। বর্তমানে পুকুরে কুচুরীপানা ও ময়লা আবর্জনার জমে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া এলাকাবাসী পুকুরটিকে ব্যবহার করতে পারছেনা।
তিনি বলেন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমরা মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছি। কর্মসূচীন অংশ হিসেবেই জনস্বার্থে পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করেছি