Advertisement

কসবায় সীমান্ত হাট চালুর উদ্যোগ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৯৩।

নিউজ ডেস্ক,

তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সংস্কার কাজের জন্য ভারত-বাংলাদেশের যৌথ ইঞ্জিনিয়ারিং টিম হাটটি পরিদর্শন করেছে।

এ সময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আমিনুল এহসান খান। অপরদিকে ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য দুদেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হবে। সংস্কার কাজ শেষ করে হাটটি উন্মুক্ত করে দেওয়া হবে ক্রেতা-বিক্রেতাদের জন্য।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে আবার উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com