ব্রাহ্মণবাড়িয়ায় তিনদফা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক জুনায়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রিয়াদউজ্জামান রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ২০১৩ ইং সালে তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কারিগরি বোর্ডের সাথে ঝামেলার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সালে মামলার নিষ্পত্তি হওয়ার পর তাদের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়াটি এখনো সম্পন্ন হয়নি।
বক্তারা অবিলম্বে তাদের তিন দফা দাবি, মেডিকেল টেকনোলজিষ্টদের জন্যে শিক্ষা বোর্ড গঠন, স্থগিতকৃত নিয়োগ বাস্তবায়ন এবং মেডিকেল টেকনোলজিষ্টদেরকে দশম গ্রেড প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। অন্যথায় তারা দাবি আদায়ে কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন। পরে আন্দোলনকারীরা সিভিল সার্জনের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।