Advertisement

পানি কারণে ৫০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৭৮।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর ও নদীতে বাড়তে থাকা পানি নামতে শুরু করেছে। বুধবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত দুই দিন ধরে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর ও নদীতে পানি বাড়তে থাকে।

এতে করে উপজেলার নাসিরপুর ও গোয়ালনগর এলাকায় নদীর তীর ঘেঁষা নিচু জমিতে লাগানো প্রায় ৮০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে যায়। পানি বাড়তে থাকায় হাওরের ধান নিয়ে দুঃচিন্তায় পড়েন কৃষকরা। কয়েকজন কৃষক তাদের জমির আধাপাকা ধান কেটে ফেলে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক জানান, বুধবার সকাল থেকে হাওর ও নদীর পানি কমতে শুরু করেছে। তিনি বলেন, দুইদিনে পানি বাড়ায় নিচু জমিতে থাকা প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। তবে উঁচু জমিগুলোতে পানি আসেনি। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনার আওতায় আনা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com