এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নাকে বল্লমবিদ্ধ হয়ে আহত আবদুর রশিদ-(৫০) অবশেষে মারা গেছেন। ঘটনার ৫দিন পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুর রশিদ উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাই গ্রামের মৃত তায়েব আলী মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাই গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস মিয়ার লোকজনের সাথে বর্তমান ইউপি সদস্য শিশু মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে নাকে বল্লমবিদ্ধ অবস্থায় আবদুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।