Advertisement

জেলায় আরও দুই ওসিকে বদলি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৫১।

স্টাফ রিপোর্টার:

গত ২৬ থেকে ২৮ মার্চে ব্রাহ্মণবাড়িয় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনার পর থেকে যেন জেলা পুলিশে বদলির হিড়িক লেগে আছে। নতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। জেলার বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর ও নাসিরনগর থানার ওসি এ.টি.এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দফতর থেকে দুই ওসির বদলির বিষয়ে আদেশ জারি করা হয়। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বদলি হলো পুলিশের নিয়মিত ব্যাপার। হেফাজতের ঘটনার জন্য কেউ বদলি হয়নি।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ও জেলা পুলিশের কর্মরত ১৩জন উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com