স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মাসব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবির ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য আবু কাউসার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৪০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে ফুটবল প্রশিক্ষক কে.এম জাবিদ হোসেন অপু, প্রবীর ভৌমিকসহ জেলা ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।