নাসিরনগর সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামে কর্মহীন ও অসহায় আড়াই‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চাতলপাড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলামের সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে চাতলপাড় কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় ২৫০ পরিবারের মাঝে চাল,তেল,ডাল,পেয়াঁজ,,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় হাজ্বী আসাদুজ্জামান ভুইয়া,মোশারফ ভূইয়া,আশরাফ ভুইয়া, ,বাবুল হাসান,আবদুর রউফ,খাইরুল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আমিনুল ইসলাম বলেন,মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।