Advertisement

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নাসিরনগরে শিশুসহ ৫ জনের নমুনা সংগ্রহ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১১৫।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের নমুনা নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। তাদের বাড়ি নাসিরনগর উপজেলা সদরে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্যসূত্রে আমরা জানতে পারি ওই পাঁচজন সর্দি-কাশিতে আক্রান্ত। সেজন্য করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের ডেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই পাঁচজনের গলা এবং নাক থেকে নমুনা নিয়ে টেস্টটিউবে করে সংরক্ষণাগারে রাখা হয়েছে। এভাবে প্রতিদিনই আমরা নমুনা সংগ্রহ করব।

বিভিন্ন উপজেলা থেকে এভাবে নমুনা সংগ্রহ করে একসাথে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। স্থানীয়ভাবে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টেকনোলজিস্টরা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানান তিনি।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com