স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’দলের সংঘর্ষে তানভীর (২২) নামের এক মাটি কাটার শ্রমিক নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সলিম মিয়ার ছেলে। এ ঘটনায় আরো ৫জন আহত হয়েছে।
পুলিশ জানায়. দুপুরে বাহাদুর পুর গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। আহত তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে শনিবার ভোরে জেলার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে মোস্তফা কামাল নামে এক সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। পরে ভোরে গ্রামের একটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।